বর্তমান সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান (Dr. Zahed Ur Rahman)। তার মতে, অন্তর্বর্তীকালীন ও নিরপেক্ষ সরকারের কথা বলা হলেও বাস্তবে তা হচ্ছে না। বরং এই সরকার রাজনীতি নয়, সরাসরি ‘অপরাজনীতি’ করছে বলে অভিযোগ করেন তিনি। এই প্রেক্ষাপটে সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস (Dr. Yunus) ও সরকারের নানা কৌশল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী ভিডিওতে ডা. জাহেদ বলেন, “এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার। এই ড. ইউনূস–ই বছর খানেক আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, তারা শুধু ‘ফ্যাসিলিটেট’ করছেন—তারা শাসক নন। কিন্তু আজকের বাস্তবতায় সেই ইউনূস সরকার এমন অবস্থান নিচ্ছে যা দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য হুমকি।”
তিনি অভিযোগ করেন, সরকার বর্তমানে এমন এক ‘নেক্সাস’ তৈরি করছে যার মাধ্যমে বিএনপি (BNP)-কে কিছু দাবিতে রাজি করানোর চাপ সৃষ্টি করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট বা সমঝোতা স্বাভাবিক হলেও, এই ক্ষেত্রে উদ্বেগের কারণ হলো সরকারের ও ঐকমত্য কমিশনের সরাসরি সম্পৃক্ততা।
ডা. জাহেদ বলেন, “জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক দলকে ঘিরে একটা নেক্সাস গড়ে উঠেছে। এই জোটে সরকারের সম্পৃক্ততা অত্যন্ত সমস্যা তৈরি করছে। এর দায় সরাসরি প্রধান উপদেষ্টার।”
উল্লেখযোগ্যভাবে, আপার হাউসে পিআর (প্রতিনিধিত্বমূলক অনুপাত) নিয়ে বিএনপি-র সিদ্ধান্তকে কেন্দ্র করেও জটিল রাজনৈতিক খেলা তৈরি হয়েছে বলে ইঙ্গিত দেন তিনি। তার ভাষায়, “বিএনপি আপার হাউসে পিআর মেনে নিয়ে এখন প্রচণ্ড সমালোচনার মুখে। সরকার এখন জামায়াতকে মাঠে নামিয়ে বিএনপিকে চাপ দিচ্ছে—তুমি লোয়ার হাউসে পিআর চাও, গণভোট চাও নভেম্বরে। পরে বিএনপিকে বলা হবে—গণভোট হবে নির্বাচনের দিনই, কিন্তু আপার হাউসে পিআর তোমাকে মানতেই হবে, এমনকি তা যেন নোট অব ডিসেন্ট ছাড়াই হয়।”
এই পরিস্থিতিতে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, একটি স্বাভাবিক আলোচনার পথ থাকা সত্ত্বেও সরকার এক ধরনের রাজনৈতিক প্রতারণার কৌশল বেছে নিচ্ছে। তার মতে, “বিএনপি যদি আপার হাউসে পিআর মেনে নেয়, সম্ভবত তখন নোট অব ডিসেন্টসহ গণভোটে যাবে। এটা নিয়ে সংলাপ হতে পারে। কিন্তু সরকার যে পদ্ধতিতে চাপ সৃষ্টি করছে, তা ভয়ংকর এবং রাজনৈতিক সৌজন্যবোধের বাইরে চলে যাচ্ছে। এটাই হচ্ছে অপরাজনীতি।”
এর আগে, সর্বমিত্র সরকারের আচরণকে ‘শিবিরের মাস্তানি’ বলেও কড়া ভাষায় সমালোচনা করেছিলেন ডা. জাহেদ, যেখানে সরকারের মদদে চরমপন্থী কৌশল গ্রহণ করা হচ্ছে বলে তিনি দাবি করেন।


