মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই মিনিটের ঝটিকা মশাল মিছিল, পলাতক আজমেরীর ভিডিওতে আলোড়ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ (Chhatra League) হঠাৎ করেই আয়োজন করেছে একটি ঝটিকা মশাল মিছিল। শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শহীদ রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনের সড়কে ঘটে এই আকস্মিক ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ১০-১২ জন তরুণ হাতে মশাল নিয়ে সড়কে নেমে পড়েন এবং একযোগে স্লোগান দিতে থাকেন—“শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।” দুই মিনিটের মতো স্থায়ী এই সংক্ষিপ্ত মিছিল শেষ হতেই তারা দ্রুত এলাকা ত্যাগ করেন।

এরপর রাতেই পলাতক সন্ত্রাসী আজমেরী ওসমান (Azmeri Osman), যিনি নারায়ণগঞ্জে একাধিক হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র মামলার আসামি, তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ওই মিছিলের ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি ভাইরাল হতেই স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন শুরু হয়।

এ ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান (Shamim Osman)-এর ছেলে অয়ন ওসমান (Ayon Osman)-এর নামও উঠে এসেছে। স্থানীয় সূত্রের দাবি, তার নির্দেশেই এই মশাল মিছিলের আয়োজন করা হয়। এর আগেও ফতুল্লার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একই ধরনের ঝটিকা মিছিল ও প্রদর্শনী পরিচালনা করেছেন বলে জানা গেছে।

তবে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বলেন, “ছাত্রলীগ বা অন্য কোনো সংগঠনের মশাল মিছিলের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।” যদিও একাধিক গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে বৃহস্পতিবার রাতে ফতুল্লায় সত্যিই এমন একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং তারা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

একজন গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি ও উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্যে এ ধরনের আকস্মিক মিছিল বাড়ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আকস্মিক মিছিল ও স্লোগানগুলো মূলত আওয়ামী লীগপন্থি কিছু গোষ্ঠীর মাঠে অবস্থান শক্ত রাখার প্রচেষ্টা। তারা মনে করছেন, এমন তৎপরতা রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি কৌশল হিসেবে দেখা যেতে পারে।

অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতের নীরবতা ভেঙে হঠাৎ মশাল হাতে তরুণদের স্লোগান শুনে তারা আতঙ্কিত হয়ে পড়েন। কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী জানান, “হঠাৎ দেখি কিছু ছেলে মশাল জ্বালিয়ে স্লোগান দিচ্ছে। পরে পুলিশ আসে, কিন্তু তারা ততক্ষণে চলে গেছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *