প্রথম দিনে এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ৫৭ জন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (NCP) তাদের মনোনয়ন ফরম বিক্রি শুরু করার পর প্রথম দুই দিনেই ৫৭ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। এতে দলটির আয় হয়েছে ৫ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছেন কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সাইফুল্লাহ হায়দার।

শনিবার বিকেলে গণমাধ্যমকে তিনি জানান, ঘোষণার পর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে ৪৭টি ফরম অনলাইনে এবং ১০টি সরাসরি সংগ্রহ করা হয়েছে।

এ পর্যন্ত দলের কেন্দ্রীয় কমিটি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দুইজন: নারায়ণগঞ্জ-৫ আসনের কেন্দ্রীয় সংগঠক ও জেলা সমন্বয়ক শওকত আলী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রধান সংগঠক মো. আতাউল্লাহ।

সাইফুল্লাহ হায়দার আরও জানান, কেন্দ্রীয় কমিটির বাইরেও বিভিন্ন জেলার নেতারা আগ্রহ দেখিয়েছেন। ইতোমধ্যে ঢাকা-১৮, ঢাকা-১৪, ফরিদপুর-৪, কিশোরগঞ্জ-২, কুড়িগ্রাম-৩ ও ৪, রাজবাড়ী-২, ঝালকাঠি-১ এবং কক্সবাজার-২ আসনের প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা আরও বাড়বে। কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতারাও খুব শিগগিরই ফরম সংগ্রহ করবেন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *