ফুলবাড়িয়ায় বাসে মধ্যরাতের আগুনে ঘুমন্ত চালকের মৃত্যু, নাশকতার সন্দেহ প্রশাসনের

ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর এলাকায় মধ্যরাতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুনে পুড়ে অঙ্গার হয়ে মৃত্যু হয়েছে চালক জুলহাস-এর (Julhas)। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী যাত্রী রুমকী (৪০) ও তার ছেলে বাদশা (২০)।

ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাতে, আনুমানিক রাত ৩টার দিকে। আলম এশিয়া পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-১৪১৮) বাসটি ঢাকা থেকে ফুলবাড়িয়ায় এসে পৌর এলাকার ভালুকজান তেলের পাম্প সংলগ্ন স্থানে পার্কিং করা হয়। চালক জুলহাস ঘুমিয়ে ছিলেন বাসে। পাশাপাশি নারী যাত্রী ও তার ছেলে ভোরের অপেক্ষায় একই বাসে ছিলেন।

স্থানীয়দের ধারণা, বাসে আগুন লাগার সময় চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং সেখানেই পুড়ে মারা যান। আহত রুমকী জানালার কাচ ভেঙে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও আগুনে তিনি ও তার ছেলে বাদশা দগ্ধ হন। তাদের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

বাসটির মালিক ডা. মামুনুর রশীদ জানান, নিহত চালক জুলহাস তার গাড়ির চালক ছিলেন, তবে লাশ অঙ্গার হয়ে যাওয়ায় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

ফুলবাড়িয়া থানা (Fulbaria Police Station)-র ওসি রুকনুজ্জামান বলেন, “ঘটনাটি আমাদের কাছে নাশকতা বলে মনে হচ্ছে। আমরা বিষয়টি তদন্ত করছি।” ইতোমধ্যেই জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে একই রাতে রাজধানী ঢাকাতেও একাধিক আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস (Fire Service)-এর মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, রাত ১২টা ৪৫ মিনিটে যাত্রাবাড়ীর রায়েরবাগে একটি বাসে এবং ২টার দিকে কাজলা টোলপ্লাজার কাছে রাইদা পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরে ভোর ৪টার দিকে উত্তরা জনপথ মোড়ে আরেকটি বাসে আগুন লাগে। এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকায় একটি পরিত্যক্ত প্রাইভেটকারেও আগুন লাগার ঘটনা ঘটে।

এসব ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। রাজধানীর বাসগুলো পার্কিং করা অবস্থায় ছিল।

পর্যবেক্ষকদের মতে, ফুলবাড়িয়াসহ রাজধানীর একাধিক জায়গায় একরাতে এই ধরনের আগুন লাগার ঘটনাগুলো পূর্বপরিকল্পিত নাশকতা । মূলত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ১৩ তারিখের কর্মসূচিকে সামনে রেখেই জনমনে আতঙ্ক তৈরিতে এই পথ বেছে নিয়েছে দলটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *