বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) (BNP) স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্বাক্ষর করা জুলাই জাতীয় সনদের বাইরে অন্তর্বর্তীকালীন সরকার কোনো সিদ্ধান্ত নিলে, সনদে স্বাক্ষরকারী দলের তা মানার কোনো বাধ্যবাধকতা থাকবে না। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন (Khandaker Mosharraf Hossain) এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সোমবার রাতে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)।
খন্দকার মোশাররফ বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়াদির বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তা সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য বাধ্যতামূলক হবে না। সেই দায়-দায়িত্ব সরকারেরই থাকবে।”
তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দীর্ঘ প্রায় এক বছর ধরে রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে গৃহীত ঐকমত্যের নথি ‘জুলাই জাতীয় সনদ’ গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয়েছে এবং আইন ও সংবিধান অনুযায়ী তা বাস্তবায়নের অঙ্গীকার সবাই করেছে।
খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, “সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা যে বক্তব্য দিচ্ছেন, তাতে মনে হচ্ছে তারা সনদের বাইরে গিয়ে নতুন কিছু চাপিয়ে দিতে চাইছেন। এসব বক্তব্য বিভ্রান্তিকর এবং জাতীয় ঐকমত্যকে অগ্রাহ্য করার শামিল।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতারা, তাঁদের মধ্যে ছিলেন মির্জা আব্বাস (Mirza Abbas), ড. আব্দুল মঈন খান (Abdul Moyeen Khan), নজরুল ইসলাম খান (Nazrul Islam Khan), আমির খসরু মাহমুদ চৌধুরী (Amir Khasru Mahmud Chowdhury), সালাহউদ্দিন আহমেদ (Salahuddin Ahmed) এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (Hafiz Uddin Ahmed)।
বিএনপির এই কঠোর অবস্থান স্পষ্ট করে দিল যে, সরকার যদি ঐক্যমতের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নিতে চায়, তবে তা রাজনৈতিক সমঝোতার পরিপন্থী হিসেবে বিবেচিত হবে।


