জামায়াতকে ‘মুনাফিক’ বললেন ফখরুল, ভোট হলে তাদের অস্তিত্ব থাকবে না

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) কড়া ভাষায় সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami)। তিনি জামায়াতকে ‘মুনাফিক’ আখ্যা দিয়ে বলেন, “তারা ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকিট দেয়। এসব মুনাফেকি তারা করে। আমাদের খুব সাবধান থাকতে হবে। ভোট হলে তাদের অস্তিত্ব থাকবে না।”

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষীর হাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় ফখরুল বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এলাকায় কোনো নেতাকর্মী নেই। তাই তারা জামায়াতের সুরে সুর মেলায়। তারা জনসমর্থন চায়, অথচ জনগণ এসব কৌশল বোঝে না। এসবই মূলত ভোট পেছানোর ফন্দি।”

সম্প্রতি পরিবেশ অধিকারকর্মী সৈয়দা রিজওয়ানা হাসান-এর বক্তব্যের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, “দীর্ঘ ৯ মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা হয়েছে। একমতের ভিত্তিতে যে সিদ্ধান্ত এসেছে, তার দায় আমরা নেব। কিন্তু এর বাইরে যদি কিছু চাপিয়ে দেওয়া হয়, তা দেশের মানুষ মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ এ দেশের মানুষকে হত্যা-নির্যাতন-জুলুম করেছে। জনগণ তাদের ক্ষমা করবে না। শেখ হাসিনা একজন সন্ত্রাসী, তাকে দেশে আসতে দেওয়া হবে না।”

ফখরুলের বক্তব্যে আওয়ামী লীগ, জামায়াত ও এনসিপিকে একযোগে কড়া ভাষায় আক্রমণ করে স্পষ্ট করে দেওয়া হয়, বিএনপি রাজনৈতিক সমঝোতার বাইরে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত মানবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *