আগামী তিন থেকে চার দিনের মধ্যেই জুলাই সনদ (July Charter) বাস্তবায়নের দিকনির্দেশনা পরিষ্কার হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল (Dr. Asif Nazrul)। মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ সংশোধন নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আইন উপদেষ্টা বলেন, ‘আমরা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে আমাদের একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে। কিন্তু শুধুমাত্র প্রত্যাশা নিয়ে বসে থাকিনি, বরং নিজেদের মতো করেই কাজ করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কী কী পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, তা আগামী তিন থেকে চার দিনের মধ্যেই সবার কাছে পরিষ্কার হয়ে যাবে।’
ড. আসিফ নজরুল জানান, উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। সব রাজনৈতিক দলের প্রত্যাশা ও দেশের সার্বিক স্বার্থকে বিবেচনায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষায়, ‘দেশ ও জনগণের কল্যাণে যা প্রয়োজন, সেটাই আমরা করতে যাচ্ছি।’


