“সবাইকে বুঝতে হবে—এত বড় সংস্কার এক দিনে সম্ভব নয়”—জুলাই সনদ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল

জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার আগামী তিন থেকে চার দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল (Asif Nazrul)। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আশা করি সরকারের নেওয়া সিদ্ধান্ত সব দল মেনে নেবে। তবে সবাইকে বুঝতে হবে—এত বড় সংস্কার এক দিনে সম্ভব নয়।”

সংস্কার নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, “সবাই এখন ভাবেন, রাতারাতি সব পরিবর্তন এনে ফেলা যাবে। বাস্তবে তা অনেক কঠিন। আমরা যখন অ্যাকটিভিজম করতাম, তখন মনে হতো সহজ, এখন বুঝি কতটা জটিল।”

তিনি জোর দিয়ে বলেন, “সংবিধান কোনো ম্যাজিক নয় যে লিখলেই সব সমাধান হয়ে যাবে। রাজনৈতিক সংস্কৃতি, জনগণের অভ্যাস যদি না বদলায়, তাহলে কিছুই বদলাবে না।”

তিনি প্রশ্ন তোলেন, “সংবিধানে তো লেখা আছে রাষ্ট্রপতি স্বাধীনভাবে প্রধান বিচারক নিয়োগ দেবেন। কখনো কি হয়েছে? বাস্তবে সংবিধানকে আটকে রাখা হয়েছে। আর অন্য কোনো সংস্কার কারও চোখে পড়ে না।”

বিচার বিভাগের সংস্কার বিষয়ে আইন উপদেষ্টা দাবি করেন, “বিচার বিভাগ সংস্কার কমিশনের ৭০-৮০ শতাংশ প্রস্তাব ইতোমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে। অথচ অপপ্রচার চালিয়ে বলা হচ্ছে—সংস্কার কোথায়?”

তিনি আরও বলেন, “আমাদের একটা ভয় কাজ করে—নির্বাচিত সরকার আসার পর এই সংস্কারগুলো টিকে থাকবে কি না। যারা ভবিষ্যতে সরকার গঠন করবেন, তাদের প্রতি আমাদের অনুরোধ—এই সংস্কারগুলো ধরে রাখুন এবং এগিয়ে নিয়ে যান।”

আলোচনায় অংশ নিয়ে আসিফ নজরুল প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কারের ধারা অব্যাহত রাখার পক্ষে মত দেন এবং একে দীর্ঘমেয়াদে জনগণের বিশ্বাস ও গণতন্ত্রের ভবিষ্যতের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *