“শেখ হাসিনা আইন মানেন না, এখন অনেক দলও মানতে চায় না” — আমীর খসরুর অভিযোগ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী (Amir Khasru Mahmud Chowdhury) অভিযোগ করেছেন, শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়, এখন কিছু রাজনৈতিক দলও সংবিধান ও আইন মানতে চায় না। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “যাদের কথা বলার এখতিয়ার নেই, তারাও আজ কথা বলছে। ১৪ মাস আলোচনার পর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ হয়েছে, এখন তারা সে সনদের বাইরে ভিন্ন কথা বলছে। এটা অসাংবিধানিক, বেআইনি কাজ।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা আইন, সংবিধান মানতেন না—এখন কিছু দলও সেই পথে হাঁটছে। কেউ কেউ রাস্তায় নেমে জোর করে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে, যা গণতন্ত্রের পরিপন্থী।”

বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে বলেও মন্তব্য করেন খসরু। তিনি বলেন, “নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনই আমাদের লক্ষ্য। নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। এই সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের, বাংলাদেশকে মুক্ত করার।”

দেশে গণতন্ত্রের পাশাপাশি অর্থনীতিকেও জোরদার করার লক্ষ্যে বিএনপির পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। খসরু বলেন, “বিএনপি ক্ষমতায় এলে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমরা ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যেতে চাই।”

আলোচনার শেষে তিনি বলেন, “শুধু শেখ হাসিনা মুক্ত করলেই হবে না, গণতন্ত্রকেও ফিরিয়ে আনতে হবে, বাঁচিয়ে আনতে হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *