রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ (Awami League)–এর ঝটিকা মিছিল এখন নতুন রূপ নিচ্ছে। মিছিলে অংশ নিলে পাঁচ হাজার টাকা, আর ব্যানার ধরলে আট হাজার টাকার প্রলোভন দেওয়া হচ্ছে কর্মী-সমর্থকদের। রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠনের এই কার্যক্রমের পেছনে এখন অর্থনৈতিক প্রণোদনাই বড় চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর বিভিন্ন সড়কে হঠাৎ করে দেখা মিলছে এসব ঝটিকা মিছিলের। এমনকি দেশের বিভিন্ন জেলা থেকেও সমর্থকদের আনা হচ্ছে ঢাকায়। গত ১০ মাসে শুধু এসব মিছিলের কারণেই অন্তত সাড়ে তিন হাজার জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার (Awami League Government) পতনের পর এ বছরের মে মাসে দলটির সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়। তবুও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করেই দেখা যায় দলীয় কর্মীদের ঝটিকা মিছিল, যা অনেক ক্ষেত্রেই পরিণত হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে। কোথাও কোথাও এসব মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, আবার কখনো বাসে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনটির ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গত ১০ মাসে প্রায় তিন হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, এসব মিছিল রাজনৈতিক নয়—বরং নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছে।
ডিএমপি’র ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান (Muhammad Talebur Rahman) বলেন, “যারা শহরে আতঙ্ক সৃষ্টি করছে, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করছে, তাদের আমরা শনাক্ত করে গ্রেপ্তার করছি। শুধু তাই নয়, যারা এসব মিছিলকারীদের আশ্রয়, ইন্ধন বা আর্থিক সহায়তা দিচ্ছে, তারাও আইনের আওতায় আসবে।”
অন্যদিকে, সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক (Dr. Towhidul Haque) মনে করেন, কেবল গ্রেপ্তার করলেই এই সংকটের সমাধান সম্ভব নয়। তার মতে, “আইনশৃঙ্খলা বাহিনী যথাসাধ্য চেষ্টা করছে, তবে এটি কেবল তাদের একার পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন। গ্রেপ্তারের সংখ্যা বাড়ানোই সমাধান নয়।”
বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে জনমনে নিরাপত্তাবোধ ফিরিয়ে আনতে নিষিদ্ধ রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠনের ওপর নজরদারি আরও জোরদার করা দরকার। টাকার বিনিময়ে পরিচালিত এই ঝটিকা মিছিলগুলো শুধু রাজনৈতিক অস্থিতিশীলতাই নয়, রাজধানীর জননিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।


