দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। কলম্বো সিকিউরিটি কনক্লেভের (CSC) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে অংশ নিতে দিল্লি সফররত খলিলুর রহমান বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসেন।
দু’দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে এই বৈঠকে কলম্বো সিকিউরিটি কনক্লেভের ভবিষ্যৎ কর্মকাণ্ড ও কৌশলগত অগ্রাধিকার নিয়ে বিশদ আলোচনা হয়েছে। পাশাপাশি আলোচনায় উঠে আসে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতার গুরুত্বপূর্ণ বিষয়গুলো।
বুধবার সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। হাইকমিশনের বিবৃতিতে জানানো হয়, বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
বৈঠকের সময় বাংলাদেশের পক্ষ থেকে অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান। নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে কাজ করা দুই দেশের শীর্ষ উপদেষ্টাদের মধ্যে এই বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করবে বলে কূটনৈতিক পর্যায়ে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম সম্মেলনে অংশ নিতে গতকাল মঙ্গলবার দিল্লি পৌঁছান খলিলুর রহমান। বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে তিনি অংশ নেবেন।


