তিন দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পৌঁছেছেন শেরিং তোবগে (Shering Tobgay)। শনিবার সকাল সোয়া ৮টার দিকে ড্রুক এয়ারের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন তিনি ও তার সফরসঙ্গীরা।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) বিমানবন্দরে এসে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দু’জনের মধ্যে এক সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শুক্রবারের ভূমিকম্পে বাংলাদেশের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির প্রসঙ্গে জানতে চান তোবগে এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বৈঠক শেষে ভুটানের প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। সেখান থেকে তিনি সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ গমন করেন এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

সফরের অংশ হিসেবে শনিবার দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন (Touhid Hossain)-এর সৌজন্য সাক্ষাতেরও কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *