প্রত্যর্পণ কার্যক্রমের সূচনা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (Asaduzzaman Khan Kamal)-কে দিয়েই—এমন তথ্য নিশ্চিত করেছেন প্রেস সচিব। বহুল আলোচিত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মামলায় দণ্ডপ্রাপ্ত এই সাবেক মন্ত্রী বর্তমানে বিদেশে অবস্থান করছেন। সরকার জানিয়েছে, আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রেস সচিব বলেন, “প্রত্যর্পণ প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে আসাদুজ্জামান খান কামালের নাম প্রথমেই রয়েছে।” তিনি আরও জানান, আন্তর্জাতিক চুক্তি ও বিচারিক সমঝোতার ভিত্তিতে এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
সরকারি সূত্র জানায়, প্রাথমিকভাবে কয়েকজন উচ্চপদস্থ সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ইন্টারপোলের সহায়তা চাওয়া হচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্ব পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ২০২৪ সালের শেষ দিকে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হন এবং পরে দেশ ছাড়েন।
উল্লেখ্য, দেশে রাজনৈতিক পালাবদলের পর দুর্নীতিবিরোধী অভিযান শুরু করে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে সাজাপ্রাপ্ত ও পলাতক প্রভাবশালী ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রেস সচিবের এই ঘোষণার মধ্য দিয়ে সেই প্রক্রিয়ার আনুষ্ঠানিক শুরু হলো।
জনমনে প্রশ্ন ছিল—কে হবেন প্রত্যর্পণের প্রথম উদাহরণ? প্রেস সচিবের বক্তব্যে স্পষ্ট হলো, দীর্ঘদিনের ক্ষমতাধর সাবেক মন্ত্রীকেই প্রথমে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে সরকার।


