বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)–র সর্বশেষ স্বাস্থ্য–পরীক্ষা হিসেবে করা সিটিস্ক্যান শেষ হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন, রিপোর্ট স্বাভাবিক এসেছে। রোববার (৭ ডিসেম্বর) রাতেই তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড এ তথ্য নিশ্চিত করে।
এর আগে শারীরিক অবস্থার তেমন উন্নতি না থাকায় তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা দুই দফায় পিছিয়ে যায়। আপাতত রাজধানীর এভারকেয়ার-হাসপাতাল (Evercare Hospital)–এ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণেই রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। পুরো চিকিৎসা–প্রক্রিয়া তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা.-জুবাইদা-রহমান (Dr. Zubaida Rahman)।
প্রায় পনেরো দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। পাকস্থলির জটিলতা বেড়ে যাওয়ায় গতকাল তার এন্ডোস্কোপি করা হয়। প্রক্রিয়ার শুরুতে সামান্য রক্তক্ষরণ হলেও দ্রুতই তা নিয়ন্ত্রণে আসে বলে জানায় চিকিৎসক দল। দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার সার্বিক শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।


