জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাত হারিয়ে আলোচনায় আসা যুবক আতিকুল গাজী সম্প্রতি প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক পছন্দ ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষা। ছোটবেলা থেকেই বিএনপিকে সমর্থন করেন জানিয়ে তিনি বলেন, সুযোগ হলে দলটির পাশে দাঁড়িয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চান। রবিবার (৭ ডিসেম্বর) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন।
আতিকুল গাজী (Atikul Gazi) বলেন, ২০১৯-২০ সাল থেকেই বিএনপির প্রতি তার ঝোঁক তৈরি হয়। তার ভাষায়, শেখ মুজিবের রাজনীতির ইতিহাস তিনি শুনেছেন, আর “খুনি হাসিনার রাজনীতি” নিজের চোখে দেখেছেন। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাস শুনে তার মনে হয়েছে বিএনপির আদর্শই উত্তম। “তাই ছোটবেলা থেকেই বিএনপিকে আমার পছন্দ,” বলেন তিনি।
৫ আগস্টের পর বিএনপির রাজনীতিতে কিছুটা পরিবর্তন দেখা গেছে উল্লেখ করে এই জুলাই যোদ্ধা জানান, সেই সময় তিনি লোকসমাজে প্রকাশ্যে বিএনপির প্রতি পছন্দের কথা বলতে সংকোচ বোধ করতেন। তিনি মনে করেছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামায়াতের রাজনীতি ভিন্ন পথে এগোবে। কিন্তু ধীরে ধীরে তার ধারণা বদলে যায়—কারণ তার মতে, তারা হাঁটতে শুরু করে বিএনপির ৫ আগস্ট-পরবর্তী পথের মতোই।
তবে আতিকুল গাজীর পর্যবেক্ষণ অনুযায়ী, গত দুই মাসে বিএনপি আবার চেষ্টা করছে পূর্বের পথ ও আদর্শে ফিরে যেতে—যে পথ দেখিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, “আমার মনে হয়েছে, আমার ছোটবেলার পছন্দের দল বিএনপির পাশে থেকে দেশের মানুষের জন্য নিজেকে উজার করে দিতে পারলে ভালো লাগবে।”
এর আগে ২৬ নভেম্বর এক ভিডিও বার্তায় তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে (NCP) বয়কটের ঘোষণা দেন। বাউল ইস্যুতে দলের এক বিবৃতি তাকে ক্ষুব্ধ করে তোলে, আর এরপরই তিনি অবস্থান জানান।
ভিডিও বার্তায় আতিক বলেন, “আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করলাম। আমি লক্ষ্য করছি, তারা ঘুরিয়ে–পেঁচিয়ে মিথ্যাগুলোকে আড়াল করার চেষ্টা করছে।”
তার অভিযোগ, এনসিপি ‘মত প্রকাশের স্বাধীনতা’র কথা বললেও, বাউল সরকার আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করলে দলটি স্পষ্ট অবস্থান নেয়নি। তার ভাষায়, মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকা উচিত, “কিন্তু তাই বলে আল্লাহ তায়ালা বা তাঁর রাসূল (সা.) সম্পর্কে কটূক্তি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন মুসলিম ঘরের সন্তান হিসেবে আমি এটি মেনে নিতে পারি না।”
তিনি আরও জানান, এনসিপি ভুল স্বীকার করে তওবা না করা পর্যন্ত তিনি দলটির সব ধরনের কার্যক্রম বয়কট করবেন। আতিকের ভাষায়, “যতদিন পর্যন্ত এনসিপি তওবা করে তাদের ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে না আসবে, ততদিন পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম আমার কাছে বয়কট থাকবে।”


