চলতি সপ্তাহের মধ্যেই ঘোষিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল। এ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (Chief Election Commissioner)। রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ (Brigadier General (Retd.) Abul Fazal Md. Sanaullah)।
তিনি জানান, তফসিল ঘোষণার আগে কমিশনের পূর্ণাঙ্গ প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন, যা সংবিধান ও প্রচলিত রীতির অংশ। এরপরই প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণটি রেকর্ড করতে বাংলাদেশ বেতার (Bangladesh Betar) ও বাংলাদেশ টেলিভিশন (Bangladesh Television) কর্তৃপক্ষের কাছে আগামীকালই পত্র পাঠানো হবে বলে জানান ইসি সানাউল্লাহ।
সভায় নির্বাচনী প্রস্তুতি নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। সানাউল্লাহ বলেন, নির্বাচন পরিচালনার জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। এই তালিকায় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থা এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত রিজার্ভ তালিকায় রাখা হবে।
তিনি আরও বলেন, আগের নির্বাচনগুলোর মতো এবারও সব ভোটকেন্দ্রে প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী ও ব্যালট পেপার ভোটের আগের রাতেই পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে ভোটের দিন সকাল থেকে নির্বিঘ্নে ভোটগ্রহণ নিশ্চিত করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন (A M M Nasir Uddin)। সভায় আরও উপস্থিত ছিলেন অন্যান্য চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য ইলেকশন কমিশনের বৈঠকের পরেই আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। অপরদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত।
প্রস্তুতিকালে ইসিকে পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনাররা।


