শিবগঞ্জে যুবদলকর্মী নয়ন হত্যার পর লুটপাট—বাড়িতে আগুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। নয়ন আলী নামে ২৮ বছর বয়সী এক যুবদলকর্মীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার পর তার বাড়িতে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। নিহত নয়ন আলী নয়ালাভাঙা ইউনিয়নের মোড়লটোলা গ্রামের আব্দুল করিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস (Shankar Kumar Biswas)।

সোমবার সন্ধ্যায় বাবুপুর মোড় এলাকায় নয়নের ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা চাপাতি দিয়ে তার দুই হাত ও দুই পায়ে কোপাতে কোপাতে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। একই সময়ে তার বাড়িতে ঢুকে লুটপাটের পর আগুন লাগিয়ে দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

হামলার পর নয়নের স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানকার সহকারী রেজিস্ট্রার ডা. ইসারুল ইসলাম তুষার (Isarul Islam Tushar) জানান, নয়নের দুই হাত এবং দুই পায়ে ভয়াবহ জখমের কারণে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত রামেকে পাঠানো হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস।

স্থানীয়দের দাবি, নয়ন ছিলেন বাবুপুর এলাকার যুবদলের কর্মী। তবে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ন কবির (Humayun Kabir) জানান, এখন পর্যন্ত নয়নের রাজনৈতিক পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, “ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যেই অভিযান শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

এদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে আশঙ্কায় পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ বলছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *