গৃহকর্মী নিয়োগে পরিচয় যাচাইয়ের কঠোর পরামর্শ দিলেন ডিএমপি কমিশনার

গৃহকর্মী নিয়োগের আগে পরিচয় নিশ্চিত করে নেওয়ার বিষয়ে নগরবাসীকে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডিএমপি (Dhaka Metropolitan Police) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী (Sheikh Md. Sajjat Ali)। মঙ্গলবার রাতে ডিএমপির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে তিনি এই অনুরোধ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে গৃহকর্মী নিয়োগের আগে অবশ্যই তার জাতীয় পরিচয়পত্রের কপি, সাম্প্রতিক তোলা একটি পাসপোর্ট সাইজ ছবি এবং কমপক্ষে দুইজন শনাক্তকারীর নাম ও ঠিকানা সংগ্রহ করে সংরক্ষণ করা উচিত। এসব তথ্য সম্পূর্ণভাবে যাচাই করলে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

এছাড়া ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম যথাযথভাবে পূরণ করে পুলিশের তথ্য সংগ্রহ কার্যক্রমে সহায়তা করারও অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ডিএমপি জানায়, গত সোমবার রাজধানীর মোহাম্মদপুর (Mohammadpur) এলাকায় গৃহকর্মীর হাতে সংঘটিত একটি চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। একইভাবে এর আগেও বহুবার গৃহকর্মীদের দ্বারা মূল্যবান সম্পদ হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনার নজির রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নাগরিকরা যদি সামান্য সতর্ক হন এবং মৌলিক পরিচয় যাচাই প্রক্রিয়া অনুসরণ করেন, তাহলে এ ধরনের অপরাধ বহুাংশে প্রতিরোধ করা সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *