সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট স ম সালাউদ্দিন (S M Salauddin) তাঁর সঙ্গে থাকা ৩০ জন কর্মী–সমর্থককে নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াত ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)-তে যোগ দিয়েছেন। মঙ্গলবার রাতে দলটির সাতক্ষীরা জেলা অফিসে প্রাথমিক সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে তিনি নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেন।
যোগদানের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে স ম সালাউদ্দিন বলেন, মঙ্গলবার থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যুক্ত হলেন। তাঁর ভাষায়, দলটি কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত হয় এবং ক্ষমতায় এলে দেশ দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষসহ সব অনিয়ম থেকে মুক্ত হবে। তিনি বিশ্বাস করেন, এমন রাজনৈতিক অবস্থানের মাধ্যমেই দেশের মানুষ প্রকৃত শান্তিতে বসবাস করতে পারবে।
সাতক্ষীরা-২ আসনের জামায়াতের নোমিনী মুহাদ্দিস আব্দুল খালেক (Abdul Khaleq) সালাউদ্দিনকে “যোগ্য ও সাহসী নেতৃত্বের অধিকারী” হিসেবে উল্লেখ করেন। তিনি স্মরণ করিয়ে দেন যে সালাউদ্দিন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং দুবারের নির্বাচিত সংসদ সদস্য—যা দলীয়ভাবে একটি উদাহরণ হয়ে থাকবে।
নতুন যোগদানকারী অন্য সদস্যরাও বলেন, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই তাঁরা এই দলের অংশ হয়েছেন। তাঁদের যুক্তি, ইসলামী আন্দোলনে অংশ নেওয়া প্রত্যেক মানুষের জন্য ফরজ, তাই জীবনের শেষ প্রান্তেও তাঁরা এই রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে নিজেদের যুক্ত করেছেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক (Imdadul Haque), জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম ও সেক্রেটারি খোরশেদ আলম।
এদিকে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন (Sheikh Ajahar Hossain) জানান, স ম সালাউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাতক্ষীরা-৩ আসন থেকে নির্বাচিত হওয়ার পর জাতীয় পার্টিতে যোগ দেন এবং একসময় জেলার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। যদিও তিনি দল থেকে পদত্যাগ করেননি, বর্তমানে তিনি জাতীয় পার্টির সঙ্গে সম্পৃক্ত নন বলেও জানান আজাহার হোসেন।
বার্তা বাজার/এমএমএইচ


