রাজশাহীর তানোরে নলকূপের ৩০ ফুট গভীর গর্তে ক্যামেরা নামালেও মিলল না শিশু স্বাধীনের সন্ধান

রাজশাহীর তানোর উপজেলা (Tanoor Upazila)-র একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়ার পর দুই বছরের শিশু স্বাধীনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা টানা রাতভর উদ্ধার অভিযান চালাচ্ছেন, কিন্তু প্রায় ৩০ ফুট গভীরে একাধিকবার ক্যামেরা নামিয়েও শিশু স্বাধীনের কোনো চিহ্ন দেখা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস (Fire Service) কর্তৃপক্ষ।

বুধবার বিকেলের দিকে গর্তে ক্যামেরা নামানোর পর ওপরের দিক থেকে গড়িয়ে পড়া মাটি ও খড়ে দৃশ্যপ্রবাহ সম্পূর্ণভাবে ঢেকে যায়, ফলে ভেতরের অবস্থা স্পষ্ট হয়নি। রাত ১০টার দিকে আরও এক দফা ক্যামেরা পাঠানো হয়; তবু ফল একই থাকে। রাত সাড়ে ১২টা পর্যন্ত কোনোভাবেই শিশুটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বাধীন হঠাৎ করেই ওই গর্তে পড়ে যায়। এরপর থেকেই তানোর, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী (Rajshahi) সদর স্টেশনের ফায়ার সার্ভিস ইউনিটগুলো যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। গর্তের পাশেই দুটি স্কেভেটর দিয়ে মাটি খনন চলছে, যাতে ভেতরে পৌঁছানোর বিকল্প পথ তৈরি করা যায়।

ঘটনাস্থলে শত শত মানুষের ভিড় জমে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে। প্রত্যাশা, উৎকণ্ঠা আর আতঙ্ক—সব মিলিয়ে এলাকাজুড়ে তীব্র চাপের পরিবেশ।

রাত ১১টার দিকে রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম (Didarul Islam) বলেন, ‘উদ্ধার অভিযান চলছে। আমরা এখনো শিশুটিকে দেখতে পাইনি। গভীরে ক্যামেরা পাঠিয়েও তার কোনো চিহ্ন মেলেনি। আমরা চাই তাকে অক্ষতভাবে উদ্ধার করতে। সে আদৌ বেঁচে আছে কিনা এখন সেটাই বড় প্রশ্ন। তবু আমরা আশাবাদী—দুই–তিন ঘণ্টার মধ্যে তাকে বের করতে পারব।’

এদিকে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান (Naima Khan) ঘটনাস্থলে পরিস্থিতি তদারক করতে গিয়ে বলেন, ‘ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে আছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি—শিশুটিকে যেন অক্ষত অবস্থায় তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারেন।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *