আগের আপিল বিভাগের মতো কোনো ধরনের রায় দিতে চান না, যা নিয়ে পরবর্তীতে প্রশ্ন ওঠে—এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ (Dr. Syed Refaat Ahmed)। পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দাখিল করা আপিলের শুনানিতে বৃহস্পতিবার সকালে এই মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপক্ষের বক্তব্য উপস্থাপনের সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানান, পঞ্চদশ সংশোধনীতে কিছু বিষয় অবশ্যই থাকা উচিত, আবার কিছু বিষয় পরবর্তী সংসদের বিবেচনার ওপর ছেড়ে দেওয়া যেতে পারে। তার বক্তব্যের মাঝে প্রধান বিচারপতি উল্লেখ করেন, জামায়াতের আইনজীবী মত দিয়েছেন—এই সংশোধনী সম্পর্কিত শুনানি আপাতত স্থগিত রেখে তা নতুন সংসদের হাতে তুলে দেওয়া হোক। এই প্রস্তাব বিষয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান জানতে চান তিনি।
জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, তারা চান আপিল বিভাগই শুনানি সম্পন্ন করে রায় দিক। তখন প্রধান বিচারপতি স্পষ্টভাবে বলেন, “আমরা আগের আপিল বিভাগের মতো এমন কোনো রায় দিতে চাই না, যা নিয়ে প্রশ্ন উঠবে।” তিনি আরও ইঙ্গিত দেন, কয়েকদিন পরই নতুন আপিল বিভাগ গঠিত হবে; সেখানে শুনানি হলে বা দীর্ঘ মুলতবি দেওয়া হলে সব পক্ষই বিবেচনার সুযোগ পাবে।
সংক্ষিপ্ত বিরতির পর আবারও রাষ্ট্রপক্ষের বক্তব্য শুরু হয়। অ্যাটর্নি জেনারেল আশ্বস্ত করেন, তারা আজকের মধ্যেই শুনানি শেষ করবেন।
উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এনে পঞ্চদশ সংশোধনী পাস করে। গত বছরের জুলাইয়ে গণ–অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে সংশোধনীর পুরো আইন এবং কয়েকটি ধারা নিয়ে হাইকোর্টে দুটি পৃথক রিট দায়ের হয়। একটি রিট করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদকসহ পাঁচজন, অন্যটি করেন নওগাঁর মো. মোফাজ্জল হোসেন। চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় ঘোষণা করে।
বার্তা বাজার/এস এইচ


