ইলেকটিভ ভেন্টিলেটরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, নিয়মিত চলছে ডায়ালাইসিস: এভারকেয়ার হাসপাতাল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (Khaleda Zia)-র সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১টার হালনাগাদ তথ্য জানিয়েছে ঢাকার এভারকেয়ার হাসপাতাল (Evercare Hospital) কর্তৃপক্ষ। হাসপাতালের মেডিকেল বোর্ডের পক্ষ থেকে অধ্যাপক ডা. শাহাবউদ্দিন তালুকদার (Dr. Shahabuddin Talukder) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়া বর্তমানে চিকিৎসকদের কঠোর পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে কোনো প্রকার অনুমানভিত্তিক সংবাদ না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও ইনফেকশনসহ জটিল ও দীর্ঘস্থায়ী নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। বাসায় থাকা অবস্থায় তার শ্বাসকষ্ট, কাশি, জ্বর ও দুর্বলতা বেড়ে গেলে গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পরপরই তার ফুসফুস, হৃদযন্ত্র ও কিডনির অবস্থার দ্রুত অবনতি দেখা দিলে তাকে কেবিন থেকে সরিয়ে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)-এ নেয়া হয় উন্নত চিকিৎসার জন্য।

হাসপাতাল জানায়, গত কয়েকদিনের বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে তার শ্বাসকষ্ট বেড়ে গেছে, রক্তে অক্সিজেনের মাত্রা কমেছে এবং শরীরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়েছে। এ অবস্থায় তাকে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা ও বিপ্যাপ সহায়তা দেওয়া হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় ফুসফুসসহ অন্যান্য অঙ্গকে বিশ্রাম দিতে তাকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছে।

গত ২৭ নভেম্বর তার একিউট প্যানক্রিয়েটাইটিস ধরা পড়ে, যার চিকিৎসা এখনও চলছে। পাশাপাশি শরীরে গুরুতর ব্যাকটেরিয়া ও ফাংগাল ইনফেকশন ধরায় তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল ওষুধ দেওয়া হচ্ছে। কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় ডায়ালাইসিস শুরু করা হয় এবং এখনও নিয়মিত ডায়ালাইসিস দেওয়া হচ্ছে।

পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং ‘ডিআইসি’ (ডিসেমিনেটেড ইন্ট্রাভাসকুলার কোয়াগুলেশন)–এর কারণে তাকে নিয়মিত রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউশন দেওয়া হচ্ছে। এরই মধ্যে জ্বর না কমা ও নিয়মিত ইকোকার্ডিওগ্রাফিতে এওর্টিক ভালভে জটিলতা ধরা পড়ায় ট্রান্স-ইসোফ্যাজিয়াল ইকো করা হয়, যেখানে ইনফেকশন শনাক্ত হয়। সঙ্গে সঙ্গে দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে নির্ধারিত গাইডলাইন অনুযায়ী চিকিৎসা শুরু করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশি-বিদেশি মাল্টিডিসিপ্লিনারি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা দিচ্ছে। তার স্বাস্থ্য সম্পর্কে ভুল তথ্য বা অনুমানভিত্তিক সংবাদ না ছড়িয়ে বরং মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। পরিবার ও মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য সবাইকে দোয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *