আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আট দলের শরিক বাংলাদেশ খেলাফত আন্দোলন (Bangladesh Khelafat Andolon) বটগাছ প্রতীকে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাজধানীর লালবাগ কিল্লার মোড়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৭ আসনে দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী নিজেই নির্বাচন করবেন। মাওলানা ইউসুফ সাদিক বলেন, “এটি প্রাথমিক তালিকা, বাকি আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে। আমরা ৮ দলীয় একটি জোটে আছি এবং আসন সমঝোতার ভিত্তিতেই নির্বাচন করব ইনশাআল্লাহ।”
এ সময় উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, দপ্তর সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম জামালী, নির্বাহী সদস্য মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, “সব দলই তাদের নিজ নিজ প্রার্থী ঘোষণা করেছে। আমাদের তালিকাটি আজ প্রকাশ করা হলো। তবে জোটগত সমঝোতার পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।”
ঘোষিত ১০০ প্রার্থীর তালিকায় রয়েছেন দেশের প্রায় সব বিভাগের প্রতিনিধিত্বকারী প্রার্থীরা। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহসহ অধিকাংশ জেলা থেকেই খেলাফত আন্দোলন প্রার্থী দিয়েছে। প্রার্থীদের অধিকাংশই আলেম, মুফতি, ক্বারী, মাদ্রাসার অধ্যক্ষ বা ধর্মীয় ব্যক্তিত্ব।
দলের একাধিক নেতা জানান, তারা ৮ দলীয় একটি ইসলামী জোটে রয়েছেন এবং জোটগতভাবে নির্বাচন করতে চাইলেও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক দলকেই স্ব স্ব প্রতীক ব্যবহার করে ভোটে অংশ নিতে হবে। এ প্রেক্ষিতে দলটি বটগাছ প্রতীকেই নির্বাচন করছে।
এই ১০০ প্রার্থীর তালিকায় আলোচিত কয়েকটি নাম হলো:
– ঢাকা-৭: মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী
– ফরিদপুর-১: মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী
– ব্রাহ্মণবাড়িয়া-৫: মাওলানা মুজিবুর রহমান হামিদী
– কুমিল্লা-১: মুফতি সুলতান মহিউদ্দিন
– সিলেট-১: মাওলানা গাজী নাসির উদ্দিন
– খাগড়াছড়ি-১: মাওলানা হেলাল উদ্দিন
– রাঙ্গামাটি-১: মাওলানা আব্দুল মান্নান


