শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ৬ সেনা নি’\হতে তারেক রহমানের গভীর শোক

আফ্রিকার দেশ সুদান (Sudan)-এ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী গোষ্ঠীর বর্বর হা’\মলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নি’\হত হয়েছেন। একই ঘটনায় আরও ৮ জন শান্তিরক্ষী আ’\হত হন। এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি (BNP)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি এই মর্মান্তিক ঘটনার প্রতি প্রতিক্রিয়া জানান। শোকবার্তায় তারেক রহমান বলেন, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ (United Nations) শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীগোষ্ঠীর নৃশংস হা’\মলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর শান্তিরক্ষীর শা’\হাদাত এবং ৩ জন নারী সেনাসদস্যসহ আরও ৮ জনের আ’\হত হওয়ার খবরে তিনি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।

তিনি উল্লেখ করেন, জাতিসংঘের পতাকা তলে বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী এই বীর সেনাসদস্যরা জাতির গর্ব। তাঁদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি নি’\হত শান্তিরক্ষীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

আহত সেনাসদস্যদের প্রসঙ্গে তারেক রহমান দ্রুত সুস্থতা কামনা করে বলেন, এই দুঃসময়ে তাঁদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার নৈতিক দায়িত্ব। তিনি দেশের জনগণ ও দায়িত্বশীল মহলের প্রতি এই কঠিন সময়ে সেনাসদস্যদের পাশে থাকার আহ্বান জানান।

একজন সেনা কর্মকর্তার গর্বিত সন্তান হিসেবে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর অসাধারণ পেশাদারিত্ব, সাহস ও আত্মত্যাগ তাঁকে সবসময় গভীরভাবে অনুপ্রাণিত করে এসেছে। চলমান পরিস্থিতিতে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও দৃঢ় ভূমিকা প্রয়োজন বলেও তিনি মত প্রকাশ করেন।

শোকবার্তার শেষাংশে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা জানিয়ে বলেন, আল্লাহ যেন আমাদের বীর সেনাসদস্যদের শ’\হীদ হিসেবে কবুল করেন এবং আ’\হতদের দ্রুত আরোগ্য দান করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *