তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়েই দেশের সব অ’\পশ’\ক্তির পরাজয় ঘটবে বলে মন্তব্য করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন (Engineer Ishraq Hossain)। ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত এই প্রার্থী রোববার রাজধানীর গেন্ডারিয়ায় এক দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “বাংলাদেশকে রক্ষা করতে হবে জনগণের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমেই। ইনশাআল্লাহ, আমরা পারব।”
গেন্ডারিয়া থানা জাসাস আয়োজিত এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার (Khaleda Zia) দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা হয়। সভাপতিত্ব করেন গেন্ডারিয়া থানা জাসাসের আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু।
ইশরাক হোসেন বলেন, “আমাদের এই লড়াই কেবল নির্বাচনের জন্য নয়—এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভবিষ্যতের প্রশ্ন। আমাদের লক্ষ্য এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়া, যেখানে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ভয় ও স’\ন্ত্রা’\সমুক্ত পরিবেশে নাগরিক অধিকার নিয়ে বাস করতে পারবে।”
ইসির তফসিল ঘোষণার পর জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনি যাকে খুশি তাকে ভোট দিতে পারেন। সিদ্ধান্ত আপনার। তবে আমাদের পরিকল্পনা বিবেচনায় নিন, দেখুন, বুঝুন। ভোটাধিকার প্রয়োগ করুন। এটাই আপনার শক্তি।”
বিগত ১৭ বছর ধরে বিএনপি (BNP) যেভাবে রাষ্ট্রীয় দমন-পীড়ন ও স’\ন্ত্রা’\সের শিকার হয়েছে, সেদিকেও দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বলেন, “আমরা কখনো পিছু হটিনি, ভয়ও পাইনি। যারা আবার ক্ষমতায় এসে দেশের স্বাধীনতা বিক্রি করতে চায়, তাদের ষড়যন্ত্র জনগণ বুঝে ফেলেছে।”
সম্প্রতি সহিংস ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই বিএনপি ও ফ্যাসিবাদবিরোধী প্রার্থীদের ওপর সহিংসতা শুরু হয়েছে। গত শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গু’\লি চালানো হয়। একইভাবে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর ওপর হামলা হয়। ইশরাক এ ঘটনাগুলোকে “পরিকল্পিত ষড়যন্ত্র” বলে আখ্যা দেন।
তিনি দাবি করেন, এসব হামলার সঙ্গে আওয়ামী লীগের স’\ন্ত্রা’\সীরা যুক্ত এবং একটি ফাঁস হওয়া অডিও বার্তায় গু’\লি চালানোর নির্দেশ ও প্রার্থীদের টার্গেট করার প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, “সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা এবং সদিচ্ছার অভাব স্পষ্ট হয়ে উঠেছে।”
সরকারকে সতর্ক করে দিয়ে ইশরাক বলেন, “সব ধরনের হুমকি চিহ্নিত করে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নয়তো সামনে আরও বড় ঘটনা ঘটতে পারে।” তিনি বিএনপি এবং অন্যান্য বিরোধী প্রার্থীদের নিজ নিজ অবস্থানে অটল থাকার আহ্বান জানান এবং বলেন, “স’\ন্ত্রা’\সীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতেই হবে। রাজনৈতিকভাবে তাদের বিচার নিশ্চিত করা হবে।”
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইশরাক। বলেন, “এই সংকটময় সময়ে তাঁর মতো একজন অভিভাবকের নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। আল্লাহর কাছে আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।”
বিজয়ের মাস ডিসেম্বর ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন টিপু, সদস্য হাজী মো. আকতার হোসেন, গেন্ডারিয়া থানা বিএনপির আহ্বায়ক আবদুল কাদির, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ অপু ঢালী, রফিকুল ইসলাম সোহেলসহ স্থানীয় নেতাকর্মীরা।


