মস্তিষ্কে ফোলা বেড়েছে, হাদির অবস্থা এখনো ‘অত্যন্ত আশঙ্কাজনক’ – মেডিকেল বোর্ডের বিবৃতি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি (Sharif Osman Bin Hadi)-র শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর সর্বশেষ সিটি স্ক্যানে দেখা গেছে, মস্তিষ্কে ফোলা বা সেরিব্রাল ইডেমা বেড়ে গেছে, যা উদ্বেগজনক এক ক্লিনিক্যাল সংকেত।

রোববার বিকেলে হাসপাতালের মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড এক বিবৃতিতে জানায়, ওসমান হাদি এখনো ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন এবং তাঁর সার্বিক অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ পর্যায়ে রয়ে গেছে। মেডিকেল বোর্ডের সমন্বয়ক ও জ্যেষ্ঠ কনসালট্যান্ট মো. জাফর ইকবালের স্বাক্ষর করা বিবৃতিতে বলা হয়, রোগীর ব্রেন স্টেমে আঘাত ও সেরিব্রাল ইডেমার কারণে রক্তচাপে অনিয়মিত ওঠানামা দেখা যাচ্ছে এবং হৃৎস্পন্দন স্বাভাবিকের চেয়ে বেশি।

১২ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি অস্ত্রোপচারের পর তাঁকে স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে। এরপর থেকে প্রতিনিয়ত অবস্থা মূল্যায়ন করা হচ্ছে। সর্বশেষ পর্যালোচনায় মস্তিষ্কে বাড়তি চাপ ও ফোলাজনিত ঝুঁকি স্পষ্ট হয়ে উঠেছে।

রোগীর ভেন্টিলেটর সাপোর্টে থাকা ফুসফুসের কার্যকারিতা আপাতত স্থিতিশীল থাকলেও, এতে উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। একইভাবে কিডনির কার্যক্ষমতাও এখনো বজায় আছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা কিছুটা কমেছে। তবে মস্তিষ্কে আঘাতের কারণে শরীরের হরমোনে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, ফলে প্রতি ঘণ্টায় ইউরিন আউটপুটে তারতম্য ঘটছে। এর ফলে অ্যাসিড–বেস ব্যালেন্স, দেহের তরল ও ইলেকট্রোলাইটের মাত্রা নিবিড় পর্যবেক্ষণে রাখতে হচ্ছে। ব্লাড সুগারকেও পর্যবেক্ষণে রাখা হচ্ছে, যা সংকটাপন্ন রোগীদের ক্ষেত্রে একটি বড় ক্লিনিক্যাল চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়।

বিবৃতিতে আরও জানানো হয়, সর্বোচ্চ পেশাদারত্ব ও সমন্বয়ে তাঁকে উন্নত চিকিৎসা দিতে কাজ করছেন চিকিৎসকেরা। সরকার বা পরিবারের পক্ষ থেকে যদি তাঁকে বিদেশে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়, তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিকেল বোর্ড প্রয়োজনীয় সব সহযোগিতা করবে।

ওসমান হাদির চিকিৎসায় অংশ নেওয়া ঢামেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আব্দুল আহাদ জানান, মেডিকেল বোর্ড নিয়মিত বৈঠক করে রোগীর অবস্থা পর্যালোচনা করছে এবং তাঁর কেস সামারি ইতিমধ্যেই বিদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সংক্ষিপ্ত ক্লিনিক্যাল উপসর্গ:
– রোগীর সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি
– মস্তিষ্কে ফোলা (সেরিব্রাল ইডেমা) আগের তুলনায় বেড়েছে, ফলে মস্তিষ্কে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে
– ব্রেন স্টেমে আঘাতের কারণে রক্তচাপে ওঠানামা, হৃৎস্পন্দন স্বাভাবিকের চেয়ে বেশি
– ভেন্টিলেটর সাপোর্টে ফুসফুসের কার্যকারিতা স্থিতিশীল, তবে উন্নতি হয়নি
– কিডনির কার্যক্ষমতা আপাতত বজায় আছে, ক্রিয়েটিনিন কিছুটা কম
– মস্তিষ্কে আঘাতজনিত হরমোনগত ভারসাম্যহীনতা, ফলে প্রতি ঘণ্টায় ইউরিন আউটপুটে তারতম্য ঘটছে।
– অ্যাসিড–বেস ব্যালেন্স, ফ্লুইড ও ইলেকট্রোলাইটে ইম্ব্যালেন্সের ঝুঁকি বেড়েছে, নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে
– রক্তে শর্করা (ব্লাড সুগার) ঠিক রাখতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

বিদেশে নেওয়ার উদ্যোগ

রোববার বিকেলে একটি জরুরি কল কনফারেন্সে সিদ্ধান্ত নেওয়া হয়, ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে। এই সিদ্ধান্তে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর এবং হাদির ভাই ওমর বিন হাদি।

পরবর্তীতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে। পরিকল্পনা অনুযায়ী, সোমবার দুপুরে তাঁকে সিঙ্গাপুরে পাঠানোর কথা রয়েছে।

ঘটনার পেছনে

উল্লেখ্য, গত শুক্রবার বেলা সোয়া ২টার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গু’\লি চালায়। এই গু’\লি’\বি’\দ্ধ অবস্থাতেই তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার জটিলতা বেড়ে যাওয়ায় স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *