ভারতীয় নম্বর থেকে সেলফি পাঠিয়েছে হাদির অভিযুক্ত শুটার ফয়সাল ও আলমগীর

আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের (Zulkarnain Sayer)–এর একটি ফেসবুক পোস্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদির ওপর হা’\ত্যার উদ্দেশ্যে গু’\লি চালানোর ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়েছেন।

জুলকারনাইনের ফেসবুক পোস্ট অনুযায়ী, ফয়সাল মাসুদের সঙ্গে মোটরবাইক চালক আলমগীর হোসেনও ছিলেন। ১২ ডিসেম্বর সন্ধ্যায় তারা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। সীমান্ত অতিক্রমের পরপরই ফয়সালকে একটি ভারতীয় মোবাইল নম্বর সরবরাহ করেন জাহাঙ্গীর কবির নানক (Jahangir Kabir Nanak)–এর ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান বিপ্লব।

জুলকারনাইন সায়েরের মতে, সরবরাহ করা নম্বরটি ছিল: +৯১৬০০১৩৯৪০** (পূর্ণ নম্বরটি গোপন রাখা হয়েছে)। এই নম্বর ব্যবহার করে ফয়সাল মাসুদ ও আলমগীর হোসেন গতকাল রাতে কয়েকটি নম্বরে একটি সেলফি পাঠান। যে নম্বরগুলোতে এই ছবি পাঠানো হয়, তার একটি ইন্টারসেপ্ট করে গোয়েন্দারা ছবিটি উদ্ধার করেন। যাচাই করে জানা গেছে, সেটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে।

সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, যিনি ইনকিলাব মঞ্চের ওসমান হাদির উপর হা’\ত্যার উদ্দেশ্যে গু’\লি চালান বলে অভিযোগ রয়েছে, তার এই পালিয়ে যাওয়ার ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে অভিযুক্তদের রাজনৈতিক যোগাযোগ ও নিরাপদ পালানোর পথ নিয়ে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রশাসনিক বা রাজনৈতিক পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *