কুমিল্লার বরুড়া উপজেলায় ‘আওয়ামী লীগ নেতা’ বলে পরিচয় দিয়ে এক বিএনপি নেতাকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে। ভুক্তভোগী বিএনপি নেতা আব্দুল মোতালেবকে সোমবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার আড্ডা ইউনিয়নের ছোট পুটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয় বলে অভিযোগ স্থানীয়দের।
আব্দুল মোতালেব ছোট পুটিয়া গ্রামের বাসিন্দা। তিনি ১২ নম্বর আড্ডা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party – BNP)-এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) উপপরিদর্শক (এসআই) আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল মোতালেবকে তুলে নেওয়া হয়েছে এবং বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মোতালেব দীর্ঘদিন ধরে বিএনপির সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। সোমবার রাতে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, তাকে বাংলাদেশ আওয়ামী লীগ (Bangladesh Awami League)-এর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অপবাদ দিয়ে রাতের আঁধারে তুলে নেওয়া হয়।
এ বিষয়ে আড্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর উল্যাহ চৌধুরী বলেন, আব্দুল মোতালেব আমাদের একজন একনিষ্ঠ ও পরীক্ষিত নেতা। ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি আমি নিজে অনুমোদন করেছি। তিনি বিএনপি পরিবারের সন্তান, তাদের পুরো পরিবারই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
বরুড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোল বলেন, মোতালেব আমাদের দলের একজন ত্যাগী নেতা। তাকে তুলে নেওয়ার পর আমরা জেলা গোয়েন্দা পুলিশকে জানিয়েছি— তিনি বিএনপির নেতা, আওয়ামী লীগের সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
অন্যদিকে, কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুস ছালাম দাবি করেন, তাদের কাছে আব্দুল মোতালেবের কিছু ছবি রয়েছে, যেখানে তাকে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেখা গেছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।


