ওসমান হাদিকে গু’\লি করার ঘটনায় ‘ব্যবহৃত অগ্নে’\য়া’\স্ত্র’ উদ্ধারের দাবি র‌্যাবের

শরিফ ওসমান হাদিকে গু’\লি করার ঘটনায় ব্যবহৃত অগ্নে’\য়া’\স্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব (RAB)। মঙ্গলবার রাতে র‌্যাবের পাঠানো এক বার্তায় জানানো হয়, নরসিংদী জেলার সদর থানা এলাকার একটি বিলের পানির মধ্য থেকে ওই অগ্নে’\য়া’\স্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১টি খেলনা পিস্তল এবং ৪১ রাউন্ড গু’\লি। এ ঘটনায় মো. ফয়সাল (২৫) নামে একজনকে আ’\টক করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্র জানায়, ওসমান হাদিকে গু’\লি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদের শ্যালক ওয়াহিদ আহমেদ (শিপু) জিজ্ঞাসাবাদে যে তথ্য দেন, তার ভিত্তিতেই মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর সদর থানা এলাকার ওই বিলে অভিযান চালানো হয়। ওয়াহিদ আহমেদের বাড়ি, অর্থাৎ ফয়সল করিমের শ্বশুরবাড়ি, নরসিংদী সদর থানা এলাকাতেই অবস্থিত।

এর আগে গত রোববার ফয়সল করিমের স্ত্রী পারভীন সামিয়া ও ওয়াহিদ আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড চলাকালীন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এরও আগে মঙ্গলবার রাতেই র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সল করিমের বোনের বাসা ও পাশের ভবনের মাঝের ফাঁকা জায়গা থেকে ২টি ম্যাগাজিন, ১১টি গু’\লি এবং ১টি চাকু উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র‌্যাব ফয়সল করিমের বোনের বাসার আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখেছে, ঘটনার দিন বেলা ১১টার দিকে ফয়সল করিম ও তাঁর সহযোগী আলমগীর একটি মোটরসাইকেলে করে বাসা থেকে বের হয়ে যান। পরে বিকেল ৪টার দিকে ফয়সল, আলমগীর, ফয়সলের মা ও তাঁর ভাগিনাকে দুই ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে কিছু বের করতে দেখা যায়। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ফয়সল ও আলমগীর একটি সিএনজিচালিত অটোরিকশায় করে স্থানটি ত্যাগ করেন।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আলামত উদ্ধারে এবং জড়িতদের শনাক্তে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *