খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান হিসেবে দায়িত্ব পেলেন শামছুল ইসলাম

সাবেক প্রধানমন্ত্রী ও খালেদা জিয়া (Khaleda Zia) এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-এর সার্বিক নিরাপত্তা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি (Bangladesh Nationalist Party)।

এই সিদ্ধান্তের অংশ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে তাঁদের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেই লক্ষ্যেই অভিজ্ঞ ও পেশাদার নিরাপত্তা ব্যবস্থাপনার অংশ হিসেবে এই নিয়োগ দেওয়া হয়েছে।

বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের ঘাটতি যেন না থাকে, সে বিষয়টি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম তাঁদের সার্বিক নিরাপত্তা তদারক করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *