চট্টগ্রাম থেকে ঢাকামুখী, তারেক রহমানকে বরণে প্রস্তুত লাখো বিএনপি কর্মী

তারেক রহমান (Tarique Rahman)-এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চট্টগ্রাম থেকে ঢাকায় ছুটছেন বিএনপির হাজারো নেতাকর্মী। আগাম ট্রেন-বাস বুকিং, স্পেশাল ট্রেন চালুর উদ্যোগ এবং নিজস্ব ব্যবস্থাপনায় যাত্রার মাধ্যমে বড় পরিসরে প্রস্তুতি নিচ্ছেন মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতাকর্মীরা।

চট্টগ্রাম মহানগর বিএনপি, উত্তর ও দক্ষিণ জেলা এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দফায় দফায় প্রস্তুতি সভা করে যাচ্ছেন। তারা জানাচ্ছেন, ২৩ ও ২৪ ডিসেম্বর ঢাকাগামী ট্রেনে অতিরিক্ত বগি সংযুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। ২৪ ডিসেম্বরের জন্য একটি বিশেষ ট্রেন চালুর পরিকল্পনাও রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বাস-মাইক্রোবাস, হায়েচ, ট্রাক-পিকআপসহ ব্যক্তিগত যানবাহনে করেও ঢাকায় আসবেন নেতাকর্মীরা। কেউ কেউ এমনকি মোটরসাইকেলে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ২৪ ডিসেম্বর রাতের মধ্যেই রাজধানীতে পৌঁছাতে চান সবাই।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের এই ক্ষণটিকে স্মরণীয় করে রাখতে চান নেতাকর্মীরা। আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছি। তারা অতিরিক্ত বগির আশ্বাস দিয়েছেন। এছাড়াও ২৪ তারিখে একটি স্পেশাল ট্রেন চালুর কথাও হয়েছে।” তার ভাষ্যমতে, কেবল নগরী থেকেই ১০-১৫ হাজার কর্মী ঢাকায় যাবেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন জানান, তাদের ইউনিট ট্রেনের জন্য অপেক্ষা করবে না, বরং বাস ও অন্যান্য যানবাহনের মাধ্যমে ঢাকায় যাবেন। তিনি বলেন, “আমরা বাস মালিকদের সঙ্গে কথা বলেছি। হায়েচ, নোহা, ট্রাক-পিকআপে করেও কর্মীরা ঢাকার পথে রওনা দেবেন। কারণ চাহিদার তুলনায় বাসসংখ্যা কম।”

চট্টগ্রামের ১৬টি আসনের মনোনয়নপ্রাপ্ত ও প্রত্যাশী নেতারাও ঢাকামুখী। অনেকে ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছেন। দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনসহ নেতারা ঢাকায় থেকে কর্মীদের আগমন ব্যবস্থাপনায় যুক্ত রয়েছেন। সরওয়ার জামাল নিজাম (Sarwar Jamal Nizam), এরশাদ উল্লাহ (Ershad Ullah), আবু সুফিয়ান (Abu Sufian), এনামুল হক এনাম (Enamul Haque Enam) প্রমুখ নেতারা তাদের নিজ নিজ আসনের কর্মীদের ঢাকায় আনতে ব্যবস্থা করছেন।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতাকর্মীরাও ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। ইউনিয়ন, উপজেলা, ওয়ার্ড কমিটি পর্যন্ত সক্রিয়ভাবে ঢাকায় যাওয়ার পরিকল্পনায় রয়েছে। শতাধিক বাস ইতোমধ্যে বুকিং করা হয়েছে। ২৩ ডিসেম্বর থেকেই যাত্রা শুরু হবে বলে জানা গেছে।

বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী বলেন, “আমরা তিনটি ট্রেনে অতিরিক্ত বগি বুক করেছি। সাধারণ টিকিটও সংগ্রহ করা হচ্ছে।” চট্টগ্রামের দামপাড়া সৌদিয়া কাউন্টারের ব্যবস্থাপক নুরে আলম জানান, ২৩ ও ২৪ ডিসেম্বরের বাসের টিকিট আগাম বিক্রি হচ্ছে এবং অতিরিক্ত বাসের ব্যবস্থাও হচ্ছে।

চট্টগ্রাম বিভাগীয় পরিবহন নেতা মো. আনোয়ার হোসেন বলেন, “তারেক রহমানের আগমন উপলক্ষে আগাম বাস, কার, মাইক্রোবাস বুকিং কনফার্ম করছেন নেতাকর্মীরা।”

অন্যদিকে, পূর্বাঞ্চল রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাদের কাছে ট্রেনের অতিরিক্ত বগি বা স্পেশাল ট্রেনের বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। ১৮ মাস কারাভোগ শেষে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান এবং ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সেই থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

তার এই প্রত্যাবর্তনের খবরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। নেতাকর্মীরা বলছেন, স্মরণকালের সেরা সংবর্ধনা দিতে চায় তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *