বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর দেশে ফেরার প্রেক্ষাপটে তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সকাল সাড়ে ৮টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন।
দলীয় সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবেই ডা. জোবায়দা রহমান লন্ডনে ফিরে যাচ্ছেন। দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে। এ উপলক্ষে পরিবার ও সফরসঙ্গীদের প্রস্তুতিও সম্পন্ন করা হচ্ছে।
জানা গেছে, ওই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে বিজনেস ক্লাসে তারেক রহমান ঢাকা পৌঁছাবেন। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন তার স্ত্রী ডা. জোবায়দা রহমান, কন্যা জায়মা জারনাজ রহমান, মিডিয়া টিম প্রধান আবু আবদুল্লাহ সালেহ, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি এবং তাবাসসুম ফারহানা নামের একজন সহকর্মী।
তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির জন্য ‘ঐতিহাসিক মুহূর্ত’ হয়ে দাঁড়াবে। নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ঢাকায় তার আগমনের দিনে বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন এলাকায় বরণ করে নিতে প্রস্তুতি চলছে।


