লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেই শ’\হী’\দ শ’\রিফ ওসমান হা’\দির ম’\র’\দে’\হ দেখতে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে ছুটে যান ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman)। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকেই তিনি যান হিমাগারে।
এই সময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার (Mia Golam Parwar), কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা-১৭ আসনে দলীয় এমপি পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান এবং আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা।
হিমাগারে গিয়ে ডা. শফিকুর রহমান শ’\হী’\দ হা’\দির বড় দুই ভাইয়ের সঙ্গে দেখা করেন, শোক জানান ও সান্ত্বনা দেন। পরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মহান আল্লাহর দরবারে হা’\দির রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন এবং তাঁর শা’\হা’\দা’\ত কবুলের প্রার্থনা করেন।
আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শ’\হী’\দ ওসমান হা’\দির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় জামায়াত আমিরসহ দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে।


