হাদির আসনে প্রার্থী নাসিরুদ্দিন পাটওয়ারী

দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মৃতিবিজড়িত ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizen Party) থেকে প্রার্থী হচ্ছেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী। রোববার (২৮ ডিসেম্বর) দলের যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তুহিন বলেন, “শহিদ ওসমান হাদির ময়দান ঢাকা-৮। আরেক বিপ্লবী, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী এবার শাপলা কলি প্রতীকে লড়বেন এ আসনে।”

নাসিরুদ্দিন পাটওয়ারী এর আগে নির্বাচন না করার ইঙ্গিত দিলেও দলের সিদ্ধান্ত ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় এবার নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-৮ আসনটি রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

শহিদ ওসমান হাদির গুলিবিদ্ধ হত্যা ছিল জুলাই অভ্যুত্থান-পরবর্তী রাজনীতির একটি টার্নিং পয়েন্ট। ইনকিলাব মঞ্চের এই মুখপাত্রের আসনে তার সহযোদ্ধা বা আদর্শিক উত্তরসূরি হিসেবে পাটওয়ারীর নির্বাচন করাকে প্রতীকী লড়াই হিসেবেই দেখছেন এনসিপির নেতাকর্মীরা।

দলীয় সূত্র জানায়, ওসমান হাদির মৃত্যুর পর এনসিপির ভেতরে আলোচনা চলছিল—এই আসনে আদর্শিক উত্তরসূরি কাউকে প্রার্থী করা হবে কি না। অবশেষে নাসিরুদ্দিন পাটওয়ারীর নাম চূড়ান্ত হয়, যিনি দলটির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন আন্দোলনের পুরোভাগে ছিলেন।

এনসিপি সূত্রে জানা গেছে, ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীকে প্রার্থী হিসেবে পাটওয়ারী ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং নির্বাচনি প্রচারের প্রস্তুতিও শুরু করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *