রংপুর-৪: মনোনয়ন যাচাইয়ের সময় এনসিপি’র আখতার ও জাপা প্রার্থীর প্রকাশ্য বাগ্‌বিতণ্ডা

রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসনে মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের সময় প্রকাশ্য বিতণ্ডায় জড়িয়ে পড়েন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির সদস্য সচিব ও প্রার্থী আকতার হোসেন এবং জাতীয় পার্টি (Jatiya Party)-র প্রার্থী মাহবুবার রহমান ও তাঁর সমর্থকেরা। শুক্রবার বিকাল ৪টার দিকে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার এনামুল আহসান (Enamul Ahsan)-এর উপস্থিতিতে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে এনসিপি প্রার্থী আকতার হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। পরবর্তী প্রার্থী হিসেবে জাতীয় পার্টির মাহবুবার রহমানের মনোনয়ন যাচাই শেষে বৈধ ঘোষণা করা হয়। তখন জাপা নেতাকর্মীরা ‘আলহামদুলিল্লাহ’ বলে উল্লাস প্রকাশ করলে এনসিপি প্রার্থী আকতার হোসেন উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে চিৎকার করে বলেন, ‘স্বৈরাচারের দোসর’—এ সময় তাঁর সমর্থকেরাও হৈ-চৈ করতে থাকেন।

পরিস্থিতি সামাল দিতে রিটার্নিং কর্মকর্তা সবাইকে শান্ত থাকার নির্দেশ দেন এবং নির্বাচনি আচরণবিধি ভঙ্গ না করার আহ্বান জানান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আকতার হোসেন আবার চেয়ারে বসেন। এরপর মাইক হাতে নিয়ে তিনি বলেন, ‘জাতীয় পার্টি ফ্যা’\সি’\স্ট আওয়ামী লীগের দোসর। এমন প্রার্থীকে নির্বাচনের সুযোগ দেওয়া হলে গণতন্ত্র লঙ্ঘিত হয়।’

মনোনয়ন যাচাইয়ের সময় এনসিপির নেতা আলমগীর নয়নও কথা বলার চেষ্টা করলে রিটার্নিং অফিসার তা বন্ধ করে বলেন, “আমাকে দায়িত্ব পালনে সুযোগ দিন।”

ঘটনার পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের বাইরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আকতার হোসেন বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানে ফ্যা’\সি’\স্টদের বিরুদ্ধে রক্ত দিয়েছি আমরা। আমরা বহুদিন ধরেই ফ্যা’\সি’\স্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবি করে আসছি। আবারও সরকারের কাছে দাবি জানাচ্ছি—জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করা হোক।”

অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী মাহবুবার রহমান সাংবাদিকদের বলেন, “গণঅভ্যুত্থানে রংপুরে জাতীয় পার্টির ভূমিকা ছিল। আন্দোলনে আমাদের সরাসরি অংশগ্রহণের ভিডিও–প্রমাণ আপনাদের কাছেই আছে।” তিনি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণের দাবি জানান।

রিটার্নিং অফিসারের তথ্য অনুযায়ী, রংপুর-৪ আসনের ১০টি মনোনয়নপত্রের মধ্যে ৩টি বাতিল করা হয়েছে এবং ৭টি বৈধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, একই দিন সকালে রংপুর-৩ আসনের মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে সেখানেও তিনটি মনোনয়ন বাতিল করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *