অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ভারতের কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বিষয়টিকে বাংলাদেশের প্রতি অবমাননাকর আখ্যা দিয়ে তিনি শনিবার (৪ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের আহ্বান জানান এবং দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশনা দেন।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল বলেন, “উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আইসিসির কাছে লিখিতভাবে পুরো বিষয়টি ব্যাখ্যার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিশ্বকাপ নিয়ে তিনি বলেন, “বোর্ড যেন জানিয়ে দেয়—যেখানে বাংলাদেশের একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার ভারতে খেলতে পারেন না, সেখানে গোটা জাতীয় দল কীভাবে সেখানে বিশ্বকাপ খেলতে যেতে পারে?”
এই প্রেক্ষাপটে তিনি বিসিবিকে বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানানোর নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ করেন।
এছাড়া, আইপিএলের সম্প্রচার নিয়েও আসিফ নজরুল কঠোর অবস্থান নেন। তিনি বলেন, “আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি, বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেওয়ার জন্য। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার এবং দেশের সম্মানহানি মেনে নেব না। গোলামির দিন শেষ!”
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রেক্ষাপটে মোস্তাফিজ ইস্যু ঘিরে নতুন করে কূটনৈতিক ও ক্রীড়াঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে।
আসিফ নজরুলের এই ফেসবুক পোস্টের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা।


