মুস্তাফিজ ইস্যু “ন্যাক্কারজনক”, আইপিএল নিষিদ্ধের দাবি উঠায় প্রতিক্রিয়া দিলেন ফারুকী

আইপিএলে মুস্তাফিজুর রহমান-কে ঘিরে ঘটনার সমালোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ ঘটনাকে “ন্যাক্কারজনক” বলে আখ্যায়িত করেন এবং এর পেছনে ভারতের সাম্প্রতিক সাম্প্রদায়িক রাজনীতির প্রতিফলন রয়েছে বলেও ইঙ্গিত দেন।

ফারুকী লিখেছেন, “আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটা ন‍্যাক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব‍্যথিত হয়েছেন। আপনি জানেন, গত কিছুদিন ধরে ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ জানিয়েছে। এই ঘটনাও সেই একই মোটিভ দ্বারা প্রভাবিত কি না, সংশ্লিষ্ট মহল নিশ্চয়ই খতিয়ে দেখবে।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল দল সেখানে কতটা নিরাপদ—সেটাও মূল্যায়ন করা দরকার।”

মুস্তাফিজ ইস্যুতে ক্ষুব্ধ অনেক নাগরিকের পক্ষ থেকে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধের দাবি উঠছে। এ বিষয়ে ফারুকী বলেন, “আপনারা যারা আমাকে উদ্দেশ্য করে বাংলাদেশে সব রকম প্ল্যাটফর্মে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করতে বলছেন, তাদের প্রতি আমার বিনীত উত্তর—এটা আসলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিষয়। আমি আপনাদের এই উদ্বেগ তথ‍্য উপদেষ্টা মহোদয়কে জানিয়ে দিয়েছি।”

এর আগে ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও মোস্তাফিজ ইস্যুতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং দেশে আইপিএল সম্প্রচার বন্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।

ভারতের কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার বিষয়টি ঘিরে বাংলাদেশে তৈরি হয়েছে প্রবল বিতর্ক ও প্রতিক্রিয়া। ফারুকীর মন্তব্যে সেটি আরও একধাপ সামনে এলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *