নির্বাচন বানচাল করতে মাফিয়া দল আ.লীগ আরও হত্যাকাণ্ড চালাতে পারে: হাফিজ

আগামী নির্বাচন নিয়ে জনমনে অনেক সন্দেহ রয়েছে। তারা শঙ্কায় রয়েছে নির্বাচন বানচাল করতে নির্বাচনের আগে মাফিয়াল দল আওয়ামী লীগ আরও হত্যাকাণ্ড চালাতে পারে- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন।

শনিবার (৩ জানুয়ারি) জেলা রির্টানিং কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এ সময় ওসমান হাদির হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে মেজর হাফিজ বলেন, যারা এ ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের ধরে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে।, হত্যাকাণ্ডের নেতৃত্বদানকারী স্বৈরশাসক শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর দাবিও তোলেন।

তিনি আরও বলেন, ১৬ বছর ধরে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি। ১৬ বছর আগে যে তরুণ যুবক হয়ে ভোটার হয়েছিল ১৬টি বছর ধরে সেই যুবকটি আর ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে স্বৈরশাসনের কারণে। এখন মাফিয়া সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তাই প্রত্যেকটি ভোটার আশায় আছে তারা সুন্দরভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারিবে।

মেজর অব. হাফিজ আরও বলেন, অনেকগুলো ভোটে অংশগ্রহণ করতে পেরেছেন। এটি তার জন্য দশম নির্বাচন। এবং দশমবারের মতো যাচাই-বাছাই অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন তিনি। তিনি আশাবাদ ব্যক্ত করেন একটি সুন্দর নির্বাচন বর্তমান সরকার উপহার দেবেন।

এ সময় উপস্থিত ছিলেন তার নির্বাচনি আসন লালমোহন এবং তজুমদ্দিন উপজেলার বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *