২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্রনেতা ওয়াসিম আকরামের প্রতি শ্রদ্ধা জানাতে কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি তিনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় অবস্থিত ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী। তিনি জানান, সফরসংক্রান্ত সব ধরনের প্রস্তুতি ঠিক থাকলে নির্ধারিত সময়েই তারেক রহমান (Tarique Rahman) কক্সবাজারে পৌঁছাবেন এবং পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নেবেন।
আকতার উদ্দিন চৌধুরী আরও বলেন, এই সফরের মূল উদ্দেশ্য হলো জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ওয়াসিম আকরামের প্রতি দলের পক্ষ থেকে সম্মান ও শ্রদ্ধা জানানো। সে লক্ষ্যেই তারেক রহমান সরাসরি পেকুয়ায় গিয়ে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন বিকেল আনুমানিক ৩টার দিকে সংঘর্ষ চলাকালে গু’\লি’\বি’\দ্ধ হয়ে শহীদ হন ওয়াসিম আকরাম।
ওয়াসিম আকরাম ছিলেন চট্টগ্রাম কলেজ (Chittagong College)-এর স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় একটি মেসে বসবাস করতেন। ছাত্ররাজনীতিতে সক্রিয় এই তরুণ নেতা চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
জুলাই গণঅভ্যুত্থানে ওয়াসিম আকরামের মৃত্যুকে কেন্দ্র করে সারাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ হিসেবে তার নাম এখনও রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব ও আবেগের সঙ্গে উচ্চারিত হচ্ছে। এ প্রেক্ষাপটে তারেক রহমানের কবর জিয়ারতের কর্মসূচিকে বিএনপির রাজনৈতিক অবস্থান ও স্মরণমূলক বার্তার অংশ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।


