‘নিখোঁজ’ এনসিপি সদস্য ওয়াসিম মুকছানিনের খোঁজ মিললো মাদক নিরাময় কেন্দ্রে

রাজধানীর কদমতলী থেকে নিখোঁজ হওয়া এনসিপি’র সদস্য মো. ওয়াসিম আহমেদ মুকছানকে (৪০) উদ্ধার করেছে পুলিশ

মঙ্গলবার (গতকাল) কদমতলী থানাধীন মেরাজনগর এলাকার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিএমপি নিউজ। ঘটনার পেছনে পারিবারিক সিদ্ধান্ত এবং ভুল বোঝাবুঝির বিষয়টি উঠে এসেছে পুলিশের তদন্তে।

এর আগে, গত ৪ জানুয়ারি ওয়াসিমের স্ত্রী শারমিন আক্তার টুম্পা কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগে তিনি জানান, একই দিন ভোর ৫টার দিকে কদমতলী থানার রাজাবাড়ী আলী বহর এলাকার ভাড়া বাসা থেকে তার স্বামীকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৫–৬ জন ব্যক্তি অজ্ঞাতস্থানে নিয়ে যায়।

জিডি গ্রহণের পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং ওয়াসিমের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে। তবে তার বাবা, মা ও ভাইয়েরা কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

পরবর্তীতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় কদমতলী থানা পুলিশ মঙ্গলবার মেরাজনগর এলাকার একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে ওয়াসিম মুকছানকে উদ্ধার করে।

পুলিশের তথ্যে জানা গেছে, ওয়াসিম ও তার স্ত্রী শারমিন পরিবার থেকে আলাদা ভাড়া বাসায় থাকতেন। ওয়াসিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন, এবং এই কারণে তার ছোট ভাই রাকিব পরিবারের সম্মতিতে স্ত্রীকে না জানিয়ে তাকে নিরাময় কেন্দ্রে ভর্তি করান।

পুলিশ আরও জানায়, ভোরবেলা মাদকাসক্তদের ভর্তি করানো সহজ হওয়ায় এ সময়টিই বেছে নেওয়া হয়। তবে ওয়াসিমকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার কোনো সত্যতা তদন্তে মেলেনি।

উদ্ধারের পর স্ত্রী শারমিন আক্তার টুম্পার আবেদন অনুযায়ী এবং পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিতে ওয়াসিমকে তার স্ত্রীর জিম্মায় হস্তান্তর করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *