জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা মীর আরশাদুল হক এবার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন। বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়ে দলটিতে নিজের রাজনৈতিক নতুন পথচলার সূচনা করেন তিনি।
দুপুর ২টায় গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেন মীর আরশাদুল হক। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর কাছ থেকে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।
এর আগে, ২৫ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন মীর আরশাদুল। একইসঙ্গে তিনি জানান, এনসিপির নির্বাহী কাউন্সিল সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে কাজ করতেন তিনি। পাশাপাশি পরিবেশ সেলের প্রধান ও চট্টগ্রাম মহানগর কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্বেও ছিলেন।
চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়নও পেয়েছিলেন তিনি। তবে নির্বাচনের আগমুহূর্তে দল ছাড়ার ঘোষণা দিয়ে বিএনপিতে যোগদানের পথ বেছে নিলেন।
পদত্যাগের দিনে ফেসবুক স্ট্যাটাসে মীর আরশাদুল হক দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানান। রাজনৈতিকভাবে তারেক রহমানের নেতৃত্বে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘সময় এসেছে সঠিক অবস্থানে দাঁড়ানোর।’


