মাজার জিয়ারত শেষে সিলেটের আলিয়া মাঠে তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা ২২ জানুয়ারি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে সিলেট আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। ২২ জানুয়ারি তিনি দুই ওলি হজরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে সফর শুরু করবেন এবং এরপর সুনামগঞ্জে প্রথম জনসভায় অংশ নেবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকার বাইরে এটাই তার প্রথম সফর এবং দীর্ঘ ১৯ বছর পর সিলেটে আসছেন তারেক রহমান।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “বিএনপির প্রথা অনুযায়ী ম্যাডাম খালেদা জিয়ার মতো তারেক রহমানও দুই ওলির মাজার জিয়ারতের মধ্য দিয়েই নির্বাচনি প্রচার শুরু করবেন। এরপর সুনামগঞ্জে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি।”

সুনামগঞ্জ থেকে শুরু, সিলেটে জনসভা

সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন জানান, তারেক রহমান সুনামগঞ্জ শহরের বালুর মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সেখান থেকে ফেরার পথে শান্তিগঞ্জ, ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট ও বিশ্বনাথের লামাকাজী পয়েন্টে আয়োজিত তিনটি পথসভায় বক্তব্য দেবেন তিনি।

এরপর বিকেলে সিলেট শহরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে একটি বড় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। সেখান থেকেই বিএনপির নির্বাচনি প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

হবিগঞ্জেও সম্ভাব্য জনসভা

সিলেট সফর শেষে ঢাকায় ফেরার পথে হবিগঞ্জে একটি জনসভায় অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে বিএনপি চেয়ারম্যানের।

বিএনপির পক্ষ থেকে সিলেট ও সুনামগঞ্জে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও জনসভা সফল করতে জেলা পর্যায়ের নেতারা ইতোমধ্যেই স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *