“যে কোনো মূল্যে ডেমোক্রেটিক প্রসেস চালু রাখতে হবে”: তারেক রহমান

“আমাদের মতপার্থক্য আছে, কিন্তু তবুও আমাদের এক টেবিলে বসতে হবে—গণতন্ত্রের পথেই ফিরতে হবে।” এমন কথাই জানালেন তারেক রহমান (Tarique Rahman)। শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় বিএনপির চেয়ারম্যান এসব কথা বলেন।

বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সেখানেই তারেক রহমান বলেন, “সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ রয়েছে। আমাদের মধ্যে মতপার্থক্য আছে—তবে এসব মতপার্থক্য নিয়ে আমরা আলাপ-আলোচনার মাধ্যমে অগ্রসর হতে পারি।”

তিনি আরও জানান, “আমাদের যে কোনো মূল্যে ডেমোক্রেটিক প্রসেস চালু রাখতে হবে। ইনশাআল্লাহ, ১২ তারিখ থেকে আমরা এই প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি।”

তারেক রহমান সাংবাদিকদের স্মরণ করিয়ে দেন, অতীতে তিনি একাধিক সাক্ষাৎকারে এই কথাই বলে আসছেন। “এনটিভির জহিরুল হক সাহেব বহু বছর আগে আমার একটি সাক্ষাৎকার নিয়েছিলেন। মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ভাইকেও হয়তো আমি বলেছিলাম—আমাদের জবাবদিহিতার প্রক্রিয়া ও ডেমোক্রেটিক প্রসেস সচল রাখতে হবে।”

উল্লেখযোগ্যভাবে, তারেক রহমান একপর্যায়ে বলেন, “আমাদের সমস্যা ছিল, এখনও আছে। তবে আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরতে চাই না। যদি আমার অবস্থান থেকে চিন্তা করি, তাহলে এক পাশে ১৯৮১ সালের একটি জানাজা, অন্য পাশে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর একটি জানাজা, এবং মাঝে রয়েছে ২০২৪ সালের ৫ আগস্টের একটি ঘটনা। এটাই সবচেয়ে বড় উদাহরণ—৫ আগস্টে ফিরে যাওয়ার আর কোনো কারণ নেই আমাদের।”

এই বক্তব্যে তারেক রহমান একদিকে দলের অভ্যন্তরীণ মতবিরোধ স্বীকার করে নিয়েছেন, অন্যদিকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে, গঠনমূলক আলোচনার মাধ্যমেই পথ খুঁজে নিতে হবে। আর যে কোনো মূল্যে গনতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় চালু করাই হবে বিএনপির অগ্রাধিকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *