টাঙ্গাইলে (Tangail) আবারও দৃশ্যমান রাজনৈতিক পালাবদল। জাতীয় পার্টি (জিএম কাদের)–এর বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী একযোগে বিএনপিতে (BNP) যোগ দিয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর (Sultan Salahuddin Tuku) নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে ধানের শীষের পক্ষে অবস্থান নেন।
টুকুর উপস্থিতিতে ফুল দিয়ে যোগদানকারীদের স্বাগত জানানো হয়। এতে স্থানীয় বিএনপি নেতারাও উপস্থিত ছিলেন।
বিএনপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে ছিলেন—সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদ, হুগড়া ইউনিয়নের সাবেক সম্পাদক মফিজুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল লতিফ, মগড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি জিন্নাহ খানসহ অন্তত ৫০ জন নেতা ও কর্মী।
যোগদানকারীরা জানান, তারা জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে এসে ধানের শীষের পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন। একক উদ্দেশ্য—সুলতান সালাউদ্দিন টুকুকে বিজয়ী করা। তারা বলেন, “আমরা সবাই একসঙ্গে কাজ করব, ইনশাআল্লাহ টুকুকে বিপুল ভোটে জয়ী করব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ অন্যান্য নেতৃবৃন্দ।


