ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইনের কারোই ছাত্রত্ব নেই।
সভাপতি ইউসুফ আলী আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত তিনজনেরই মাস্টার্স সম্পন্ন হয়ে নিয়মিত ছাত্রত্ব শেষ হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সংগঠনটির ইবি শাখার সদ্য সাবেক সভাপতি মাহমুদুল হাসান বলেন, তাদের তিনজনের মধ্যে দুজনের ছাত্রত্ব আছে। নতুন সভাপতি-সেক্রেটারি বিশ্ববিদ্যালয়ের অধীনে আইআইইআরের লাইব্রেরি সায়েন্সের স্টুডেন্ট। তবে সাংগঠনিক সম্পাদক বর্তমানে নিয়মিত ছাত্র নয়। তিনি এমফিলের সার্কুলার হলেই ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে যাবেন।
প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী ভবনে অনুষ্ঠিত এক সদস্য সমাবেশে নির্বাচনের ফলাফল ঘোষণা করলে এ নতুন কমিটি গঠিত হয়।


