“জামায়াত ইসলামের আদর্শ থেকে সরে গেছে”—জোট ছাড়ার ব্যাখ্যায় গাজী আতাউর

জামায়াতে ইসলামী ইসলামি আদর্শ থেকে সরে যাওয়ায় তাদের নেতৃত্বাধীন রাজনৈতিক ঐক্য থেকে বের হয়ে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (Islami Andolon Bangladesh)। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সংগঠনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

তিনি বলেন, “খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে জামায়াত প্রচলিত আইনে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে। অথচ আমরা শরিয়াহ মোতাবেক রাষ্ট্র গঠনের আদর্শ নিয়ে রাজনীতি করি। এই অবস্থান আমাদের মৌল আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।”

গাজী আতাউর রহমান আরও বলেন, “জামায়াতের আমির বিএনপির নেতা তারেক রহমান (Tarique Rahman)-এর সঙ্গে জাতীয় সরকার গঠনের আলোচনা করছেন। অর্থাৎ, তারা সমঝোতার নির্বাচনের পথে হাঁটছে। অথচ মানুষ দীর্ঘদিন পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আশায় ছিল।”

তিনি অভিযোগ করে বলেন, “জোট ভাঙার আরেকটি বড় কারণ জামায়াতের কটাক্ষ। ৯ ডিসেম্বর জামায়াত আমির ও পীর সাহেবের একান্ত বৈঠকে প্রথম আলোর একটি জরিপের কথা তুলে ধরে বলা হয়, ইসলামী আন্দোলনের ভোট ‘জিরো দশমিক সামথিং’। এটি পীর সাহেবের প্রতি সরাসরি অপমান। সেই ঘটনার পর থেকেই বিকল্প পথের চিন্তা শুরু হয়।”

সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান জানান, “আমরা এখন ২৬৮টি আসনে এককভাবে নির্বাচন করব হাতপাখা প্রতীক নিয়ে। তবে যেসব ইসলামপন্থি দল ইসলামী আদর্শকে সামনে রেখে ভবিষ্যতে আমাদের সঙ্গে ঐক্য চায়, তাদের জন্য আলোচনা ও সংলাপের দরজা খোলা থাকবে।”

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে সরে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি ‘এক হাতে হাতপাখা’ নীতিতে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *