দুই দশক পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান, জনসভায় থাকবেন প্রধান অতিথি

প্রায় ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির (BNP) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জানিয়েছে দলের একাধিক দায়িত্বশীল সূত্র।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বরিশাল বিভাগের নেতাদের সফরের বিষয়টি জানানো হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান জানান, “দলের শীর্ষ নেতৃত্ব সফরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এ উপলক্ষে আগামী ১৮ জানুয়ারি বরিশাল ক্লাবে বিকেল ৩টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। সেখানে বরিশাল বিভাগের ধানের শীষ প্রতীকধারী প্রার্থীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।”

মীর জাহিদুল কবির জাহিদ (Mir Zahidul Kabir Zahid), বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব, বলেন, “তারেক রহমানের বরিশাল সফরের খবর ছড়িয়ে পড়ার পর নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। দীর্ঘ ২০ বছর পর শীর্ষ নেতাকে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে সবাই প্রস্তুতি শুরু করেছে। পুরো বরিশাল এখন প্রস্তুত নেতাকে স্বাগত জানানোর জন্য।”

প্রসঙ্গত, সর্বশেষ ২০০৬ সালের ১৪ মে বরিশালে একটি কর্মীসভায় যোগ দিয়েছিলেন তারেক রহমান। সেই কর্মসূচির পর এবারই প্রথম তিনি বরিশাল সফরে যাচ্ছেন, যার রাজনৈতিক তাৎপর্যও কম নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *