“এ ধরনের ছাড়ে এখন আর কিছু করার নেই” : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ (Islami Andolon Bangladesh)-এর সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের প্রতিদ্বন্দ্বী হিসেবে বরিশাল-৬ আসনে প্রার্থী দেবে না বলে জানিয়েছে জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami)। রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এ সিদ্ধান্তের কথা জানান।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলটির অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তাহের বলেন, “বরিশাল-৬ আসনে আমরা প্রার্থী দিচ্ছি না। ইসলামী ঐক্যের স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তবে জামায়াতের এই সিদ্ধান্তকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম বলেন, “এ ধরনের ছাড়ে এখন আর কিছু করার নেই। এটি অনেকটাই দেরিতে নেওয়া সিদ্ধান্তের মতো হয়ে গেছে।”

এর আগে, আসন ভাগাভাগি ও জোটভিত্তিক সমঝোতায় অগ্রগতি না হওয়ায় গত শুক্রবার জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। মাত্র তিন দিনের ব্যবধানে জামায়াত বরিশাল-৬ আসন থেকে নিজেদের প্রার্থী প্রত্যাহারের ঘোষণা দিল।

জানা গেছে, বরিশাল-৫ (সদর-সিটি) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) এই দুই আসনে প্রার্থী হয়েছেন ইসলামী আন্দোলনের ফয়জুল করীম। বরিশাল-৬ আসনে জামায়াতের হয়ে আগে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, এখন তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *