জয়পুরহাট-২: প্রার্থিতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী-বিএনপি নেতা গোলাম মোস্তফা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জয়পুরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্চি গোলাম মোস্তফা (Inchi Golam Mostafa)। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে লিখিত আবেদন জমা দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।

প্রার্থিতা প্রত্যাহারের আবেদন গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম এবং জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান।

প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইঞ্চি গোলাম মোস্তফা বলেন, “দলের প্রতি আনুগত্যের স্বার্থে জয়পুরহাটের দুটি আসন থেকেই স্বতন্ত্র সংসদ সদস্য পদে আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি।”

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকা এই সাবেক সংসদ সদস্যের এমন সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, চলমান রাজনৈতিক বাস্তবতায় দলের অবস্থান ও নির্দেশনার প্রতি অনুগত থাকার বার্তাই দিতে চেয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *