মামুনুল হকের সম্মানে দুই আসনে প্রার্থী প্রত্যাহার করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

ঢাকা-১৩ ও বাগেরহাট-১—এই দুটি আসনে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক (Maulana Mamunul Haque) এর প্রার্থিতাকে সম্মান জানিয়ে ওই আসনগুলোতে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (Islami Andolan Bangladesh)। সোমবার দলটির যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান (Gazi Ataur Rahman) এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

গাজী আতাউর রহমান বলেন, “খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রতি সম্মান দেখিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে, তিনি যে দুটি আসনে প্রার্থী হয়েছেন, সেখানে আমরা আর প্রার্থী দেব না।”

তিনি আরও জানান, এই দুই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করবেন এবং সমর্থন জানানো হবে মামুনুল হকের প্রতি। ইসলামী রাজনীতিতে তার ভূমিকা, ত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো রাজনৈতিক জোটে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে না বলেও স্পষ্ট করে দেন গাজী আতাউর রহমান। তিনি বলেন, “আমরা যূথবদ্ধ রাজনীতিতে যাচ্ছি না। তবে যেসব আসনে আমাদের প্রার্থী নেই, সেখানে আমরা নীতি ও আদর্শ বিবেচনায় সৎ ও যোগ্য প্রার্থীর পক্ষে অবস্থান নেব।”

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরিক হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন মামুনুল হক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *